বেশ কিছুদিন ধরে সামাজিক মাধ্যম বাংলাদেশের কিশওয়ার এর অস্ট্রেলিয়ান মাস্টারশেফ -এ পান্তাভাত, আলুভর্তা আর মাছভাজা রান্নার উত্তেজিত পোস্টে উপচে পড়ছে - কেউ কেউ লিখছে নো ফুড লাইক বেঙ্গলি ফুড, কেউ বাঙালি আর বাংলদেশী আলাদা করছে, কেউ বলছে, পান্তাভাতের থেকে অনেক জটিল রন্ধনপ্রণালীর খাবার আছে দুই বাংলায়, আবার কেউ এটিকে প্রায় অ্যান্টি-কাস্ট অ্যান্টি-ক্লাস স্ট্রাগলের মর্যাদা দিয়েছে। সেই নিয়েই লিখলেন মঞ্জিরা সিনহা
by মঞ্জিরা সিনহা | 23 July, 2021 | 1914 | Tags : Masterchef Smoked Rice Bengali Food